৩২ ঘণ্টা পর সিরাজগঞ্জে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৩ মার্চ ২০২১

দ্বন্দ্বের জেরে প্রায় ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর সিরাজগঞ্জের সব রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।

বুধবার (৩ মার্চ) বিকেল ৫টা থেকে জেলার সব টার্মিনাল ও কাউন্টার থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায় এবং অটোরিকশাগুলো স্বাভাবিকভাবে চলাচল শুরু করে।

সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি আতিকুর রহমান আতিক জানান, শ্রমিকদের সঙ্গে অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। জেলা প্রশাসন আগামী ৭ মার্চ বিষয়টি নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিলে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) সকালে শহরের মিরপুর কালাচান মোড়ে অটোরিকশা চালকের সঙ্গে বাস চালকের কথাকাটাকাটি হয়। এরপর সিএনজি চালকরা রেলগেট এলাকায় ওই বাসের ওপর হামলা চালায় এবং চালকে মারধর করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।