জেলিযুক্ত ৩৮ মণ চিংড়ি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৩ মার্চ ২০২১

মুন্সিগঞ্জের লৌহজংয়ে জেলিযুক্ত ৩৮ মণ চিংড়ি জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাতে শিমুলিয়া ঘাটে ঢাকাগামী একটি বাস থেকে এগুলো জব্দ করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ঘাটে ঢাকাগামী বেপারী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১১টি কার্টনভর্তি ৩৮ মণ জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এক শ্রেণির অসাধু মাছ ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার আশায় চিংড়ির ওজন বাড়াতে এ ধরনের অপকর্ম করে থাকেন। চিংড়িতে দেয়া এসব জেলি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।’

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।