নলছিটিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২১ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর নলছিটি উপজেলার মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে নলছিটি উপজেলা ছাত্রলীগ। ওই কমিটিতে আব্দুর রহমান হাওলাদারকে সভাপতি ও মেহেদী হাসান রানাকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি ঘোষণার পর কলেজ ছাত্রলীগের অপর গ্রুপ কমিটি প্রত্যাখ্যান করে। এরই জের ধরে দুপুরে কলেজের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে ছাত্রলীগের একটি অংশ। একই সময় কমিটিতে পদ বঞ্চিত অপর একটি গ্রæপ নতুন কমিটি প্রত্যাখ্যান করে পাল্টা মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানাসহ উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে নলছিটি হাসপাতালে ভর্তি করে। গুরুত্বর আহত ইউপি সদস্য চুন্নুকে বরিশালের শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে সাজ্জাদ হোসেন (২৩), দিদারুল আলম মুন্না (২৪), সবুজ জোমাদ্দার (২৫), তাইজুল (২৬), নাইম (২২) ও শাওন (২১) নামের ছয় ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটকদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর মোল্লারহাটসহ নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে ছাত্রলীগের নলছিটি উপজেলা শাখার সভাপতি ওয়াসিম হাওলাদার বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

আতিকুর রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।