বরগুনায় হরিণের ৫ চামড়া উদ্ধার
বরগুনার পাথরঘাটায় একটি বস্তায় পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
শনিবার (২৭ ফেব্রয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই চামড়াগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, বিশেষ অভিযানে উপজেলার টেংরা খাল সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পাঁচটি হরিণের চামড়াসহ একটি বস্তা উদ্ধার করা হয়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চামড়াগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত থাকবে।
এসএমএম/এমএস