বরগুনায় হরিণের ৫ চামড়া উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:০১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

বরগুনার পাথরঘাটায় একটি বস্তায় পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

শনিবার (২৭ ফেব্রয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এই চামড়াগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, বিশেষ অভিযানে উপজেলার টেংরা খাল সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পাঁচটি হরিণের চামড়াসহ একটি বস্তা উদ্ধার করা হয়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চামড়াগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের আটকে অভিযান অব্যাহত থাকবে।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।