ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:২৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়া শহরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে চার জন আহত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের টিএ রোডে ভিআইপি বেকারি এন্ড কনফেকশনারি নামে একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে আকস্মিক বিস্ফোরণে ভয় পেয়ে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে ওই বেকারি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিক অবস্থায় স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে।

ঘটনাস্থলে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস ছামাদ বলেন, ‘ধারণা করা হচ্ছে দোকানের নিচে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা উদ্ধার কাজ শুরু করেছি। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাচ্ছে না।’

রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।