ট্রেন দেখে ব্রিজ থেকে যুবকের লাফ, অতঃপর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ার দুপচাঁচিয়া রেল ব্র্রিজ থেকে লাফ দিয়ে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তালোড়ার নাগর নদের রেল ব্রিজে এ ঘটনাটি ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ‘অজ্ঞতনামা ওই যুবক শনিবার সন্ধ্যার দিকে উপজেলার তালোড়ার নাগর নদের রেল ব্রিজের উপর বসে ছিলেন। এমন সময় সান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজের কাছে আসতে দেখে ওই যুবক ব্র্রিজের নিচে লাফ দেন। পরে সেখানেই তিনি মারা যায়।’

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নিহত যুবকটি 'মানসিক ভারসাম্যহীন' ছিলেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।