পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ছাত্রকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১

ঠাকুরগাঁও শহরের একটি কোচিং সেন্টারে পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। আহত ছাত্রকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের সরকারপাড়া এলাকার নলেজ হাউজ কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত ছাত্র সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকার মিজানুর রহমানের ছেলে। সে শহরের রয়েল কিন্টারগার্ডেনের পঞ্চম শ্রেণির ছাত্র।

ভুক্তভোগীর বাবা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, শনিবার দুপুর নলেজ হাউজ কোচিং সেন্টারে গণিত পরীক্ষা ছিল। পরীক্ষায় আমার ছেলে ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর পেয়েছে। এ জন্য ওই কোচিং সেন্টারের শিক্ষক মতিউর রহমান আমার ছেলেকে মারধর করেন, চড়-থাপ্পড়ও দেন। এতে আমার ছেলের পিঠে ও মুখে দাগ হয়ে গেছে।’

এ ঘটনায় তিনি ওই শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ঘটনার পর আহত শিক্ষার্থী তার বাবাকে নিয়ে থানায় এসেছিল। তার শরীরে আঘাতের দাগ দেখেছি। তাদেরকে মামলা দায়েরের পরামর্শ দিয়েছি। অভিযুক্ত শিক্ষককে আটক করতে আমরা চেষ্টা করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

তানভীর হাসান তানু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।