বাড়ির আঙিনায় আগুনে পুড়ে শিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১

চাঁদপুরের হাইমচরে বাড়ির আঙিনায় আগুনে পুড়ে শিখা রানী মজুমদার (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিখা রানী স্থানীয় একটি কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার বিশম্বর মজুমদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঘুম থেকে উঠে প্রতিবেশী শোভা রানী আগুন দেখে এগিয়ে যান। কাছাকাছি গিয়ে দেখেন শিখার শরীর আগুনে পুড়ছে। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। এর আগেই ওই শিক্ষিকার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী শোভা রানী বলেন, ‘নিহত শিখা রানী অবিবাহিত ছিলেন। কখনো তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।’

এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ইতিমধ্যে আমাদের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।