মানিকগঞ্জে জামায়াতের আমীরসহ আটক ১০
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলামসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৭ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, সদর উপজেলার বাবু মিয়া, রোমান ইসলাম, সিংগাইরের রাকিবুল ইসলাম, মনজুরুল ইসলাম, জিএম খান, সাটুরিয়ার রফিকুল ইসলাম, ঘিওরের মোশারফ হোসেন, হরিরামপুরের চাঁন মিয়া, শিবালয়ের রিপন দাশ।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বি এম খোরশেদ/এসএস/এমএস