‘হেফাজতে ইসলামের সঙ্গে চরমোনাইয়ের কোনো দ্বন্দ্ব নেই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতা-পরবর্তী ৫০ বছরে এদেশের বহু রাজনৈতিক গোষ্ঠী ওলামায়ে কিরামদের ব্যবহার করে স্বীয় স্বার্থসিদ্ধ করেছে। কিন্তু ইসলামের কোনো উপকার হয়নি। ওলামায়ে কিরামদের মধ্যকার অনৈক্য ইসলামের বিজয়কে যুগ যুগ ধরে পেছনে ফেলে রাখছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চরমোনাইর বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মাদ রেজাউল করীম।

অন্যদিকে সম্মেলনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’-এর সিনিয়র নায়েবে আমির চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাই বলেন, এখানে হেফাজতে ইসলামের মহাসচিব এসেছেন, আমরা চাই আমিরে হেফাজতসহ অন্যান্যরাও এখানে আসবেন। কারণ ইমানি আন্দোলনে হেফাজতের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। হেফাজত যদি ইমানি আন্দোলনের নামে কাউকে দূরে রাখতে চায়, তবে সেটা ইমানি আন্দোলন হতে পারে না।

সাইফ আমীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।