ঝিনাইদহে গ্রেফতার ২৯
ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ২৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৪ জন, শৈলকুপা থেকে ৭ জন, মহেশপুর থেকে ৪ জন, হরিণাকুন্ডু থেকে ১ জন, কালীগঞ্জ থেকে ২ জন ও কোটচাঁদপুর থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহর আলী শেখ জানান, জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী নির্য়াতন, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে তিনি জানান।
এসএস/এমএস