মেঘনায় ৪শ’ যাত্রী নিয়ে লঞ্চ বিকল


প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২০ নভেম্বর ২০১৫
ফাইল ফটো

ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি ঈগল-২ যাত্রীবাহী লঞ্চটি ৪শ’ যাত্রী নিয়ে মেঘনা নদীর লগ্গীমারার চরে ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। চাঁদপুর নৌ টার্মিনালে দায়িত্বরত লঞ্চ মালিক প্রতিনিধি আলী আজগর সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, মেঘনা নদীর লগ্গীমারার চর এলাকায় লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে কর্তৃপক্ষকে জানালে নারায়নগঞ্জ থেকে অপর একটি যাত্রীবাহী ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর ঘাটে নিয়ে আসে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, ঈগল লঞ্চের ইঞ্জিন বিকল হওয়া অপর একটি লঞ্চের মাধ্যমে যাত্রীদের উদ্ধার করে চাঁদপুর ঘাটে আনা হয়েছে।

যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

ইকরাম চৌধুরী/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।