রামপাল উপজেলা জামায়াতের আমিরসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২০ নভেম্বর ২০১৫

নাশকতার অভিযোগে বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোনাতুনিয়া মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জামায়াত কর্মীর নাম মোস্তাফিজুর রহমান (৩৫)। তাদের বাড়ি রামপাল উপজেলার বাঁশতলি এবং দেবিপুর গ্রামে।

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রামপাল উপজেলা জামায়াতের আমির জুলফিকার আলীর নেতৃত্বে স্থানীয় সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পাশে গোপন বৈঠক চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠক থেকে অন্যরাও পালিয়ে গেলেও আমির জুলফিকার ও তার সহকর্মী মোস্তাফিজকে আটক করা হয়।

বৈঠকস্থল থেকে ১০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের বিরুদ্ধে সারাদেশে সর্তক অবস্থা চলছিলো। ঠিক এ অবস্থার মধ্যেও তারা নাশকতার উদ্দেশ্যে কর্মীদের জড়ো করে গোপন বৈঠক করছিলো।

শওকত আলী বাবু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।