পেটের ভেতর ২৯০০ ইয়াবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দেওভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দেওভোগ এলাকার হাসান আলীর ছেলে মো. রমজান হোসেন জয় (৩০) ও একই উপজেলার সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে মো. রাজিব হোসেন (২৫)।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় র্যাব-১১ এর সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিরা ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। মঙ্গলবার রাতে তারা অভিনব কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ আসে।

jagonews24

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল মঙ্গলবার দুপুরে রমজান হোসেনের (৩০) বাসায় অভিযান চালায়। এ সময় রমজান ও রাজিবের পেট থেকে ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলা বের করা হয়। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ২ হাজার ৯০০ পিস ইয়াবা আছে।

রমজান ও রাজিবের বিরুদ্ধে পূর্বে সোনারগাঁ থানায় মাদকসহ একাধিক মামলা রুজু রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এস কে শাওন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।