এক টাকার বড়শিতে ২৯ হাজারের পাঙ্গাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

বরগুনার বলেশ্বর নদী থেকে এক টাকা দামের একটি বরশি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ শিকার করেছেন কবির নামের স্থানীয় এক ব্যক্তি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বলেশ্বর নদীর পদ্মা সুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকা দরে বিক্রি করেন তিনি।

jagonews24

কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বরশি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে বরশি ফেলে আজ ভোর ছয়টার দিকে তুলতে চাই। তখন দেখি এই বড় মাছটি বড়শিতে ধরা পড়েছে। তিনি জানান, যে বরশিতে মাছটি ধরা পড়েছে ওই বরশিটির দাম এক টাকা।

মাছটির ক্রেতা ইউনুস বলেন, আমি ২৯ হাজার টাকায় মাছটি কিনেছি। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে এটি কেটে বিক্রি করা হবে। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।