কিশোরগঞ্জে শেষ হলো তিন দিনের বিশ্ব ইজতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১
ছবি- নূর মোহাম্মদ

কিশোরগঞ্জের তাড়াইলে আল-খায়ের ফাউন্ডেশন ইউকে ও ইসলাহুল মুসলিমিন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ১৫তম ইসলাহী ইজতেমা। ইজতেমায় লক্ষাধিক মুসল্লি অংশ নেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাড়াইল উপজেলার বেলঙ্কা মাদরাসা মাঠে আখেরি মোনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হয়।

jagonews24

আখেরি মোনাজাত পরিচালনা করেন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ।

jagonews24

পরে দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে ১৫টি হুইলচেয়ার বিতরণ করা হয়। এসময় আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মোহাম্মদ সজীব উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।