লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

লাখো প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেছে নড়াইলবাসী। রোববার (২১ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ভাষাসৈনিকদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার নব নির্বাচিত মেয়র আনজুমান আরা, নড়াইল একুশের আলোর সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সদস্য সচিব কচি খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

১৯৯৮ সাল থেকে ‘নড়াইল একুশ উদযাপন পর্ষদ’ ব্যতিক্রমী এ আয়োজন করে থাকে। প্রথমবার ১০ হাজার মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হলেও প্রতিবছর এর ব্যাপ্তি বেড়েছে। এ বছর ৮ একর জায়গাজুড়ে এক লাখ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ওড়ানো হয় অর্ধ-শতাধিক ফানুস।

নড়াইল একুশের আলো উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার বলেন, ‘বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। একুশের এই মঙ্গল প্রদীপের আলোয় দূর হবে সকল অন্ধকার। এ উদ্দেশ্য নিয়েই আমাদের এ আয়োজন।’

উদযাপন পর্ষদের সভাপতি প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য এই মঙ্গল প্রদীপের আলো পৃথিবীর সমস্ত ভাষা ও সংস্কৃতিকে আলোকিত করবে। বিশ্বের কোথাও এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান হয় না। তাই অনুষ্ঠানটির মূল্যায়ন করে গিনেস বিশ্ব রেকর্ডে নাম অন্তর্ভূক্তির আবেদন জানান তিনি।’

হাফিজুল নিলু/ আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।