দেশের ‘দ্বিতীয় সুউচ্চ শহীদ মিনার’ মাদারীপুরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে নির্মিত হয়েছে সুউচ্চ ৪৪ ফুট শহীদ মিনার। জাতীয় শহীদ মিনারের আদলে নির্মিত শহীদ মিনারটিকে দেশের দ্বিতীয় সুউচ্চ শহীদ মিনার বলছেন প্রতিষ্ঠাতারা। মো. নাছির উদ্দিন দিদারের নকশায় তিন বছর ধরে নির্মিত শহীদ মিনারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা।

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের এস বি কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজে নির্মাণ করা হয়েছে শহীদ মিনারটি। ৪৪ ফুট উচ্চতার শহীদ মিনারটি প্রস্থে ৫৫ ফুট ও দৈর্ঘ্য ৮৫ ফুট।

বিজ্ঞাপন

শিরখাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও শহীদ মিনারের প্রতিষ্ঠাতা মো. মজিবুর রহমান হাওলাদার বলেন, ‘মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এমন শহীদ মিনার নির্মাণের চিন্তা দীর্ঘদিনের। সেই উপলব্ধি থেকে শহীদ মিনারটি নির্মাণ করতে পেরে আমি আনন্দিত।’

এস বি কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. শহীদুল ইসলাম জানান, মহান ভাষা আন্দোলনের শহীদদের সম্মানার্থে সুবৃহৎ শহীদ মিনারটি এই স্কুলে নির্মাণ করা হয়েছে। এটি এস বি কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজের জন্য গর্বের বিষয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, এমন সুউচ্চ শহীদ মিনার উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। তিনি শহীদ মিনারের চেতনা সবাইকে ধারণ করার আহ্বান জানান।

শহীদ মিনারটি উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এস বি কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন খান, শিরখাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান হাওলাদার।

এস বি কে আদেল উদ্দিন হাওলাদার স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদারীপুর প্রতিনিধি/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।