দৌলতদিয়া যৌনপল্লীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে বিনামূল্যে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প করেছে উত্তরণ ফাউন্ডেশন।

রোবাবর (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রেঞ্চের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া মুক্তি মহিলা মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্প শুরু হয়।

উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক এম এম মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন।

উল্লেখ্য, জিআইজি হাবিবুর রহমান, উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে রাজবাড়ীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের জীবন মান উন্নয়নে কাজ করছেন।

রুবেলুর রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।