শহীদ মিনারে জুতা পায়ে কৃষক লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় লক্ষ্মীপুরে শহীদ মিনারের বেদিতে কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জুতা পায়ে দেখা গেছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রথম প্রহরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে এ চিত্র দেখা যায়।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সাজুসহ কয়েকজন ছাত্রলীগ কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। পৃথক ফুলের ঢালা হাতে তাদের মধ্যমণি ছিলেন চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি এ টি এম জাকির হোসেন জাহাঙ্গীর ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু। জাহাঙ্গীর চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এ সময় কয়েকজন নেতাকর্মীর পায়ে জুতা দেখা যায়।

জুতা পায়ে বেদিতে ওঠার বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু বলেন, ঘটনাটি আমার নজরে পড়েনি। যদিও হয়, তাহলে মাঠে ছবি তোলার সময় কয়েকজনের পায়ে জুতা ছিল। ফুল দেয়ার সময় ছিল না।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি এ টি এম জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, বেদিতে জুতা পায়ে নেতাকর্মীরা ছিল কিনা আমি খেয়াল করিনি। বিষয়টি আমি দেখছি।

এদিকে ওই শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়রুল হক, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।

কাজল কায়েস/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।