কাদের মির্জার ডাকা হরতাল শিথিল, কঠোর অবস্থানে প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকা হরতাল শিথিল করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে হরতাল শিথিল করা হয়।

jagonews24

এর আগে, গতকাল শুক্রবার রাতে বসুরহাট পৌরসভা হলরুমে কাদের মির্জা শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

এদিকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এতে মির্জার সমর্থিত ১৫জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা বলেন, কাদের মির্জার নেতৃত্বে তাঁর অনুসারীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট রুপালি চত্বর থেকে থানার দিকে যায়। এ সময় থানার সামনে অবস্থানকারী পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয় কাদের মির্জার। একপর্যায়ে কাদের মির্জা মিছিল নিয়ে সামনের দিকে এগোতে থাকলে পেছন থেকে পুলিশ ধাওয়া দেয় এবং লাঠি চার্জ করে। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে গেলেও কাদের মির্জা সড়কের ওপর প্রায় আধা ঘণ্টা বসে থাকেন। পরে দলীয় ও পরিবারের লোকজন তাকে সেখান থেকে পৌরসভা কার্যালয়ে নিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, সকালে কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা লাঠিসোটা নিয়ে থানার দিকে হামলা করতে আসেন। এ সময় থানার সামনে অবস্থানকারী জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশ্য করে কাদের মির্জা অশালীন উক্তি ও মারমুখী আচরণ করেন। একপর্যায়ে কাদের মির্জা সমর্থকদের নিয়ে থানার ভেতরে ঢুকে পড়তে চাইলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মিজানুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।