মেয়র প্রার্থীসহ ৪ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

হবিগঞ্জ পৌর নির্বাচনে আচরণবিধি না মেনে ফেসবুকে মিছিলের লাইভ এবং রঙিন পোস্টার প্রচার করার দায়ে চার প্রার্থীর এজেন্টকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রচারণার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন। এছাড়াও অনলাইন ও সংবাদপত্রে রঙিন পোস্টার দিয়ে প্রচার করছেন তারা।

এ কারণে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মেয়র প্রার্থী মিজানুর রহমানের এজেন্টকে ১৫ হাজার টাকা, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক সেলিমের এজেন্টকে ১০ হাজার টাকা, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের এজেন্টকে পাঁচ হাজার টাকা এবং ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদের এজেন্টকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদেরকে সতর্ক করে দেয়া হয়।

এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।