ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সাগরকন্যা কুয়াকাটায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

মহান শহীদ দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের ছুটিতে কুয়াকাটা সমুদ্রসৈকত এখন লোকে লোকারণ্য। ফুল বুকিং হয়ে আছে ১৫০টি আবাসিক হোটেল-মোটেল-রিসোর্ট। আশপাশের বাসাবাড়িতেও উঠছেন পর্যটকরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টাতেও দীর্ঘ লাইন দেখা যায় লেবুখালী ফেরিঘাটে। শত শত পরিবহন বাস ও প্রাইভেট কার অপেক্ষায় আছে কুয়াকাটায় আসার জন্য। ট্যুরিস্ট পুলিশের পুরো দল অক্লান্ত পরিশ্রম করছে পর্যটকদের সেবা নিশ্চিত করার জন্য।

বিজ্ঞাপন

পর্যটন হলিডে হোমস ব্যবস্থাপক সুভাস নন্দি বলেন, টানা তিনদিন আমাদের বুকিং রয়েছে। প্রচুর ট্যুরিস্ট এসেছে।

see1

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইলিশ পার্ক ইকো রিসোর্টের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ওয়াদুদ সজিব বলেন, ‘এক সপ্তাহ আগেই আমাদের সবগুলো কটেজ বুক হয়ে আছে। তারপরও আমরা চেষ্টা করছি গার্ডেনে তাবুতে কিছু অতিথিকে রাখার জন্য’।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু জানান, এই সপ্তাহে কুয়াকাটায় আবাসিক ধারন ক্ষমতার বেশি পর্যটক আসায় অনেকটা হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পর্যটকদের সেবা নিশ্চিত করার জন্য।

ট্যুরিস্ট পুলিশ জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার জন্য আমাদের পুরো দল কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।