ঘরে ঢুকে ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঘরে ঢুকে মোহাম্মদ আলী (৬৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ওষুধের ব্যবসা করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জাগো নিউজকে বলেন, রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর পরই গাইবান্ধা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়৷

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত মোহাম্মদ আলী ওষুধের পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসায় জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্ব ও টাকা বাটোয়ারার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেয়া তথ্য অনুযায়ী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়ছে। তাদের মধ্যে একজন স্থানীয়, একজনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামে ও আরেকজনের বাড়ি নেত্রকোনা জেলায়।

জাহিদ খন্দকার/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।