কক্সবাজারে পাহাড় কেটে আবাসন : ৪১ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজারে পাহাড় কেটে অবৈধভাবে আবাসন প্রকল্প তৈরি ও রাস্তা নির্মাণের অভিযোগে পৃথক ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে ৪১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম ও পরিদর্শক জাহানারা ইয়াসমিন বাদী হয়ে বৃহস্পতিবার কক্সবাজার সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন আমির হোসেন মাস্টার, আহমদ মিয়া, কামরুল, নাছির, জসিম, বাবুল, কামাল, শামশু, শহীদ, জয়নাল আবেদিন, রহমত আলী, ফনী বাবু, ভুট্টো, জাফর আলম, ফরিদ আলম, মিনা, মোশাররফ, জাফর আলম ও সুলতান আহমেদ।

থানায় দায়েরকৃত এজাহারে বলা হয়েছে, আসামিরা কক্সবাজার শহরের ঝিলংজা মৌজার ২০৩০৪ দাগে প্রায় পাঁচ একরের মতো পাহাড় দখল করে তা কেটে অবৈধভাবে প্লট তৈরি করছেন। ইতিমধ্যেই পাহাড় কেটে তৈরি বেশ কিছু প্লট বিক্রি করে লাখ লাখ টাকাও হাতিয়ে নিয়েছেন তারা। গত এক সপ্তাহ ধরে পাহাড়ের চূড়ায় রাস্তা তৈরি করা হচ্ছে। সেখানে বেশ কয়েকটি ঘরও নির্মাণ করা হয়েছে।

এসব প্লট চড়া মূল্যে বিক্রিরও চেষ্টা চলছে। এতে আসামিরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অাইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ খ ধারা লঙ্ঘন করে একই আইনের দ্ণ্ডধারা ১৫(১) এর টেবিলের ক্রমিক ৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ করেছেন।

অপরদিকে কলাতলী বাইপাস সড়কের দক্ষিণ পার্শ্বে প্রায় এক’শ ফুট উচু পাহাড় কেটে রাস্তা নির্মাণ করায় দুই জনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, আবাসন প্রকল্প তৈরির নামে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব পাশের নয়নাভিরাম সু-উচ্চ পাহাড় কেটে ফেলা হচ্ছে প্রকাশ্যে। অথচ একদিকে সাগর অপরদিকে সু-উচ্চ পাহাড় দেখিয়েই দেশি-বিদেশি পর্যটকদের কক্সবাজারে আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা করছে সরকার। তাই এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

সায়ীদ আলমগীরি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।