বরিশালে সুরভী লঞ্চের কার্যালয়ে আগুন


প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

বরিশাল নগরীর প্যারারা রোডে সুরভী লঞ্চের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, সুরভী লঞ্চের কার্যালয় ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে কার্মচারীরা থাকতেন। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে ওই সময় কক্ষে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দু’টি ল্যাপটপ, খাটসহ কক্ষের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডে কক্ষের মালামাল পুড়ে আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সুরভী লঞ্চের কার্যালয়ের কর্মচারীরা।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।