‘এক সময় পাটের ব্যবহার ছিল না, এখন অনেক বেড়েছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

এক সময় পাটের ব্যবহার ছিল না, এখন অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বান্দরবানের লামার ফাঁসিয়াখালীর কুমারীতে গাজী রাবার প্রসেসিং প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘পাটের মণ দুই হাজার টাকা থেকে বেড়ে পাঁচ হাজার টাকা হয়েছে। ফলে দিন দিন পাটের দাম বৃদ্ধি পাচ্ছে। আগামীতে কৃষকরা প্রচুর পরিমাণে পাট উৎপাদন করবে। কৃষকরা অর্থনৈতিক বুনিয়াদ গড়বেন।’

jagonews24

গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, জেলা পুলিশ সুপার জেরিন আখতার, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা রশীদ, লামা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কৃষি পণ্য উৎপাদনে ভাল করছি। আমরা একসময়ে চাল আমদানি করতাম এখন চাল আমদানি করতে হয়না। এমন করোনার সময়েও চাল আমদানি করতে হয়নি আমাদের।’

করোনার টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অনেক দেশে এখনও টিকা চালু করতে পারেনি কিন্তু আমরা চালু করে ফেলেছি। প্রধানমন্ত্রীর ভ্যাকসিন ব্যবস্থাপনার কারণে আমরা করোনামুক্ত দেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

সৈকত দাশ/ আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।