বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

পটুয়াখালীর মহিপুরে নিখোঁজের একদিন পর নুরু প্যাদা (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গঙ্গামতি এলাকার নিজ বাড়ির উত্তর পাশ থেকে আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নুরু প্যাদা ধুলাস্বার ইউনিয়নের মৃত হরমুজ প্যাদার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কাদের গংদের সঙ্গে নুরু প্যাদার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে নুরু প্যাদা বাড়ির দলিলপত্র নিয়ে মহিপুরের উদ্দেশ্যে রওনা দেন।

পরবর্তিতে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার সন্ধ্যায় আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।