শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু


প্রকাশিত: ০৮:১০ এএম, ১৯ নভেম্বর ২০১৫

ঘন কুয়াশা কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দিক ভুলে ডুবচরে ডাম্ব ফেরি রামশ্রী আটকে পড়লে ৬ ঘণ্টা পর তা উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে বুধবার মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টার দিক ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মার্কিং পয়েন্ট না দেখতে পেয়ে দিক ভুলে জাজিরা টানিংয়ের ডুবচরে ডাম্ব ফেরি রামশ্রী আটকে পড়ে। পরে কুয়াশা কাটলে ফেরি চলাচল শুরু হলে ফেরিটি উদ্ধার করা হয় ।  

এ সময় মাঝ নদীতে ৭টি ফেরিসহ রুটের সকল ফেরি ঘাটে নোঙ্গর করে রাখা হয়। ফেরিগুলোতে অন্তত ২ সহস্রাধিক যাত্রীসহ উভয় পাড়ে কয়েক হাজার যাত্রী ও শ্রমিক আটকা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কাটলে সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয় । তবে নদীতে এখনো কুয়াশা থাকায় ফেরিগুলো সাবধানতার সঙ্গে চলাচল করছে।

একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।