ভারত যাওয়ার পথে তিন দালালসহ আটক ৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের সহায়তা করার অভিযোগে তিন দালালকেও আটক করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ৫৮ বিজিবির শ্যামকুড় বিওপির সদস্যরা ভারতীয় সীমান্তের মহেশপুর উপজেলার একাশিপাড়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের ইলিয়াছ শেখের ছেলে আসাদুজ্জামান (১৬), মৃত আবুল শেখের ছেলে সাগর শেখ (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫) ছেলে হাসান শেখ (৪), নওগার আত্রাই উপজেলার পৌসাত্ততা গ্রামের মৃত খাজাউদ্দিন প্রামানিকের ছেলে সাহাদত আলী (২৪) ও তার স্ত্রী ফামেতা জাহান শিউলী (১৯)। তবে তিন দালালের পরিচয় জান যায়নি।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছয়জন ও তাদের সহযোগিতা করার অভিযোগে আরও তিনজনকে আটক করা হয়।

এর আগে ১১ ফেব্রুয়ারি জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই দালালসহ নারী, পুরুষ শিশুসহ নয়জনকে আটক করে ৫৮ বিজিবি। বাঘাডাঙ্গা সীমান্তের বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা-যাওয়ার সময় ১২৫ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী আট দালালকে আটক করে বিজিবি।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।