কাজের কথা বলে গৃহবধূকে গণধর্ষণ, ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
প্রতীকী ছবি

কাজের কথা বলে ডেকে নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জালালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হস্তশিল্পের কাজ করার জন্য ওই গৃহবধূ উপজেলার জামনগর বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের কাছে যান। এ সময় রবিউল তাকে ওই কাজের জন্য দোকানের দ্বিতীয় তলার গোডাউনে নিয়ে যান। সেখানে থাকা আরও দুইজনকে সাথে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করেন ওই ব্যবসায়ী।

এ ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে জালালপুর গ্রাম থেকে কাপড় ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করে।

বাগাতিপাড়া থানার (ওসি তদন্ত) আবু সাদাদ ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।