নিখোঁজের ৩ দিন পর জাসাস নেতার মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:২৩ এএম, ১৯ নভেম্বর ২০১৫

নিখোঁজের তিনদিন পর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন জাসাসের যুগ্ম-সম্পাদক আমির হোসেনের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিহতের নিজ বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ি থেকে লস্করহাটে নিজ মালিকাধীন শিল্পী ইলেকট্রনিক্সে যাওয়ার পথে  আমির হোসেন নিখোঁজ হন। তার স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে নিখোঁজের স্ত্রী মর্জিনা আক্তার সোনিয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আমির হোসেন ওই এলাকার মৃত আবদুর রবের ছেলে।

ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।