নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:৫৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

দেশব্যাপী পৌরসভা নির্বাচনের ৫ম দফায় চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভায় প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। এরপর প্রচারণা শুরুর প্রথম দিনেই শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে। এতে আহত হয়েছেন কমপক্ষে ছয় জন।

এদিন বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পিন্টু সাহা এবং আবু সাঈদ দেওয়ানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এলাকায় সমর্থকদের নিয়ে অবস্থান নেন এ ওয়ার্ডের আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী পিন্টু সাহা এবং তার প্রতিদ্বন্দ্বী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান। উভয়পক্ষ মুখোমুখি হলে প্রথমে কর্মী- সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় পিন্টু সাহার বড় ভাই মদন সাহা (৪৫), ডালিম (২৯), আবুল কালাম (৪০) এবং আবু সাঈদ দেওয়ানের ছেলে নাসির দেওয়ান (২৮), রুস্তম আলী (৪৫), সাব্বির (১৮) আহত হন।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পৌরসভার নির্বাচনে পিন্টু সাহা (উটপাখি) প্রতীক ও আবু সাইদ দেওয়ান (পাঞ্জাবি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে পিন্টু সাহা বলেন, আমাদের হরিসভা মন্দিরে কীর্তন চলছিল। তখন আমরা কয়েকজন পাশেই একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎই আবু সাঈদ দেওয়ানের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালায়।

পাল্টা অভিযোগ করে আবু সাঈদ দেওয়ান বলেন, পিন্টু সাহার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

নজরুল ইসলাম আতিক/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।