বেগুন ক্ষেতে মিলল ৭টি ককটেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেগুন ক্ষেত থেকে ককটেল বোমা সাদৃশ্য ৭টি বস্তু ও ৩১ টি ঢাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার একটি ক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার মজনু প্রামাণিকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাড়ির পাশের ক্ষেতে বেগুন তুলতে যান। সেখানে ৭টি ককটেল বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও র্যাবের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এগুলো উদ্ধার করে। এসময় পাশের চর আঙ্গারু গ্রামে আহাদের বাড়ির পাশের রাজ্জাকের জমি থেকে ৩১ টি ঢাল উদ্ধার করে।

বিজ্ঞাপন

jagonews24

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, ‘দীর্ঘদিন ধরে দুই গ্রামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষর মধ্যে ভয় সৃষ্টি করার জন্য কেউ এ কাজ করে পারে বলে পুলিশের ধারণা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউসুফ দেওয়ান রাজু/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।