থ্যালাসেমিয়া আক্রান্ত ২ ভাইয়ের জন্য দানবাক্স খুলে দিলেন ইউএনও
ময়মনসিংহের নান্দাইলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর রক্ত কেনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য চালু করা দানবাক্সে জমানো টাকা দিয়েছেন ইউএনও এরশাদ উদ্দিন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তিনি দানবাক্স খুলে জমানো প্রায় সাড়ে ১৮ হাজার টাকা দুই শিশুর হাতে তুলে দেন। এতে খুশি শিশুর পরিবার।
জটিল জটিল থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশু হলো তাজমহল (৭) ও ফয়সাল (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই এবং উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে।
খোরশেদ আলম বলেন, ‘প্রতিমাসে আমার দুই ছেলের জন্য কমপক্ষে দুই ব্যাগ রক্ত লাগে। গত তিন বছর ধরেই এ অবস্থায় চলছি। দিনমজুরি করে যা আয় হয় তা দিয়ে কুলাতে পারছিলাম না। যা ছিল বেঁচে নিঃস্ব হয়ে গেছি। এজন্য ইউএনও এর কাছে সহযোগিতার আবেদন করেছিলাম। তিনি দানবাক্স খুলে কিছু টাকা সহযোগিতা করেছেন।’
ইউএনও এরশাদ উদ্দিন বলেন, ‘আমিও কিছু সহায়তা করেছি। এছাড়া দানবাক্সে জমা পড়া টাকা শিশু দুটির বাবার হাতে তুলে দিয়েছি।’
মঞ্জুরুল ইসলাম/এএএইচ/জেআইএম