গাজীপুরে নিটিং কারখানায় আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের একটি নিটিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় অবস্থিত সিদ্দিক নিটওয়্যার লিমিটেড কারখানার শার্টের কলার তৈরির সেকশনে আগুন লাগে। মুহূর্তেই আগুন টিনশেডের তৈরি ওই সেকশনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা ও কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন।

আগুনে কারখানার শার্টের কলার তৈরির পাঁচটি মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

আমিনুল ইসলাম/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।