আইনভঙ্গে জাপান টোব্যাকোর ডিপো ইনচার্জকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২১

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে পণ্যের প্রচার এবং পুরস্কারসামগ্রী বহন ও সংরক্ষণের অপরাধে মেহেরপুরে জাপান টোব্যাকোর মালামাল জব্দ ও ডিপো ইনচার্জকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মেহেরপুর ডিপোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টরের তথ্যের ভিত্তিতে আমরা জাপান টোব্যাকোর ডিপোতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। জাপান টোব্যাকো কোম্পানির এক স্টাফের বাড়ির গোডাউন হিসেবে ব্যবহার করে তাতে প্রচারণা ও পুরস্কারসামগ্রী রাখা হয়েছে। অভিযানে গোডাউন থেকে বিপুল পরিমাণ প্রচারসামগ্রী ও পুরস্কারের মালামাল জব্দ করা হয় এবং তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে ডিপো ইনচার্জকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক, এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার তৌহিদ উদ দৌলা ও আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন উপস্থিত ছিলেন।

আসিফ ইকবাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।