কার্টনভর্তি ভারতীয় ওষুধ জব্দ, কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধসহ আব্দুর রহমান (২৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলায় রংছাতি ইউনিয়নের কালাঘর গোদারাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আব্দুর রহমান কলমাকান্দা উপজেলার রামনাথপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, নেত্রকোনার ১১৮৭ নম্বর সীমান্ত পিলার হতে নয় শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কার্টন নিয়ে আসার পথে আব্দুর রহমান আটক করে বিজিবি। এসময় কার্টনে থাকা বিভিন্ন ধরণের ভারতীয় ওষধ জব্দ করে বিজিবি।

তিনি আরও বলেন, জব্দকৃত ওষধের মূল্য দুই লক্ষ ১০ হাজার ৮৯০ টাকা। আটক আব্দুর রহমানকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।