তালায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাস-ট্রাক সংষর্ঘে আহত ৩০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

সাতক্ষীরার নওয়াপড়ায় ঢাকাগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার নওয়াপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল মুখার্জী অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি বাস। বাসটি নওয়াপাড়া বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হন। সকাল ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।