খুলনায় প্রথম ভ্যাকসিন নিলেন সিটি মেয়র খালেক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১
ছবি- আলমগীর হান্নান

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক নিজে টিকা গ্রহণ করে কোভিড-১৯ ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকা প্রদান কার্যক্রমের আয়োজন করা হয়। এরপর খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ টিকা গ্রহণ করেন।

এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কে এম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

খুলনা মহানগরে ১৩টি এবং প্রত্যেক উপজেলায় তিনটি হিসাবে মোট ৪০টি কেন্দ্রে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান রোববার থেকে শুরু হচ্ছে।

উল্লেখ্য, খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হবে। যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৯৬০ ডোজ দেয়া হবে। ইতোমধ্যে সকল কেন্দ্রে টিকা পৌঁছে দেয়া হয়েছে।

মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি দল এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ২৭টি দলকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি দলে দুজন করে টিকাদানকারী এবং চার জন করে ভলান্টিয়ার কাজ করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

প্রথম পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিক ১৫টি ক্যাটাগরির লোককে এই টিকা দেয়া হবে। এজন্য অগ্রাধিকার তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৫৫ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় থাকার প্রয়োজন নেই।

আলমগীর হান্নান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।