গাঁজা কেনা-বেচার সময় নারীসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরের কাহারোলে ১০ কেজি গাঁজাসহ ছয় জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কাহারোল উপজেলার ৫নং সাদিপুর ইউনিয়নের হেলেঞ্চাকুড়ি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (৬ ফেবুয়ারি) দুপুর সাড়ে ৩টায় আদালত থেকে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

jagonews24

গ্রেফতাররা হলেন- কাহারোল উপজেলার ৫নং সাদিপুর ইউনিয়নের হেলেঞ্চাকুড়ি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মো. মজিবর রহমান গোয়াল (৫০), মো. পারভজে হোসনে (১৯), মো. বাবুল রহমান গোয়ালের ছেলে মো. আনারুল ইসলাম (২১), কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা (বলাখাল, আব্দুল্লাহর বাড়ী) গ্রামের মো. আবু সিদ্দিকির ছেলে জুয়েল মিয়া (২৬), উত্তর নাগাইশ গ্রামের শাহ আলমের মো. সুজন ময়িা (২৫) ও কসবা উপজেলার গঙ্গানগর গ্রামের মো. আবু মুসার মেয়ে মোছা. ইয়াসমনি আক্তার (২৪)।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফরের নেতৃত্বে কাহারোল উপজেলার ৫নং সাদিপুর ইউনিয়নের হেলেঞ্চাকুড়ি গ্রামে মধ্যরাতে গাঁজা বেচা-কেনা হবে এমন সংবাদের ভিত্তিতে মো. মজিবর রহমান গোয়ালের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ক্রেতা-বিক্রেতাসহ ছয় জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন নারী। পরে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে দিনাজপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করা হয়।

এমদাদুল হক মিলন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।