গভীর রাতে প্রসূতিকে রক্ত দিতে ছুটে এলেন পুলিশ সদস্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২১

রক্তের অভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিজা আকাতার (১৮) এক প্রসূতি নারী মৃত্যুযন্ত্রণায় ছটফট করছেন। এমন কথা কানে সেখানে উপস্থিত টহল পুলিশের সদস্যদের। এসময় পুলশ সদস্য রুবেল তাকে রক্ত দিতে এগিয়ে আসেন।

ঘটনাটি শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই প্রসূতি নারীকে রক্তদানে এগিয়ে আসেন তিনি।

jagonews24

ওই নারীর স্বজনরা জানান, রাত ১২টার দিকে লিজা আকাতার এক কন্যা শিশু প্রসব করেন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩ টায় তাকে নিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসেন স্বজনরা। সদ্য জন্ম দেয়া এ নারীর জীবন রক্ষায় রক্তের প্রয়োজন হয়। গভীররাতে প্রয়োজনীয় এ পজেটিভ গ্রুপের রক্তদাতা না মেলায় স্বজনরা আশাহত হয়ে পড়েন।

এ সময় কলাপাড়া থানার টহলরত পুলিশ সদস্যরা এসে হাসপাতালের সামনে পৌঁছায়। বিষয়টি তাদের কানে পৌঁছলে রুবেল নামে এক সদস্য এগিয়ে আসেন। ওই পুলিশ সদ্যসকে সাধুবাদ জানান হাসপাতালে কর্মরত চিকিৎসকসহ সেবিকারা।

jagonews24

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জুনায়েদ খান লেলিন জানান, ওই পুলিশ সদস্য এগিয়ে আসায় সংকাটাপন্ন ওই নারীর জীবন রক্ষা পেল। রক্ত দেয়ার ফলে শারীরিক সুস্থতা ফিরে পেয়েছেন ওই মা।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।