সেচের পানি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জে জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জামান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে ওই গ্রামের গেদা মিয়ার ছেলে জামান মিয়ার সাথে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে দুইপক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পিকলের (এক ধরনের দেশীয় অস্ত্র) আঘাতে জামান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।