জনবল সংকটেও জ্ঞান বিস্তারে অবদান রাখছে যে লাইব্রেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১
ছবি- আতিকুর রহমান

আটজনের কাজ দুইজনে পরিচালনা করে জ্ঞান বিস্তারে অবদান রেখে চলেছে ঝালকাঠি সরকারি গণগ্রন্থাগার। বর্তমানে লাইব্রেরিতে জাতীয় ও স্থানীয় ১০টি পত্রিকা নিয়মিত সরবরাহের সঙ্গে বিভিন্ন আঙ্গিকের বই রয়েছে প্রায় ৩৯ হাজার।

এছাড়াও জেলা ৩৩টি বেসরকারি লাইব্রেরি রয়েছে। যার মাধ্যমে জেলার বই পাঠক ও জ্ঞান পিপাসুদের চাহিদা মেটাচ্ছে।

ঝালকাঠি সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. শফিকুল ইসলাম জানান, ঝালকাঠির পাবলিক লাইব্রেরিতে বর্তমানে মজুদকৃত বইয়ের সংখ্যা রয়েছে ৩৮ হাজার ৯৪৪টি। বিভিন্ন ভাষা-সংস্কৃতির দুষ্প্রাপ্য গ্রন্থ ছাড়াও এখানে রয়েছে বেশকিছু দুর্লভ পাণ্ডুলিপি। পাঠকদের জন্য সংবাদপত্র ও সাময়িকীও রাখা হয় নিয়মিত।

গ্রন্থাগারের সংগ্রহে রয়েছে বাংলা, আরবি, ফারসি, উর্দু, ইংরেজি গ্রন্থসহ দুই শতাধিক পাণ্ডুলিপি। তবে বই সংরক্ষণ, বসার ব্যবস্থাসহ কিছু আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর কথা জানান পাঠকরা।

সহকারী লাইব্রেরিয়ান মো. শফিকুল ইসলাম জানান, শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে। বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটি, অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে। ৩৮ হাজার ৯৪৪টি বইয়ের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন খবর জানাতে দৈনিক বাংলা পত্রিকা যুগান্তর, প্রথম আলো, ইত্তেফাক, ইনকিলাব, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, কালের কণ্ঠ, সংগ্রাম, শতকণ্ঠ, সমকাল, আজকের বার্তা, দূরযাত্রা এবং ইংরেজি পত্রিকা ‘The Daily Star’সহ বিভিন্ন সাময়িকী ও সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সরগম, নিউজ লেটার রয়েছে।

Jhalokathi-(2).jpg

সর্বস্তরের জনসাধারণের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গ্রন্থাগারের প্রতি আকৃষ্ট করতে গ্রন্থাগারে সম্প্রসারণমূলক কার্যক্রম, যেমন- বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করা হয়। এছাড়া গ্রন্থ প্রদর্শনী, ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হয়।

অপরদিকে গ্রন্থাগারে পাঠক সেবা, রেফারেন্স সেবা, সাম্প্রতিক তথ্যজ্ঞাপন সেবা, পরামর্শ সেবা, নির্বাচিত তথ্য বিতরণ সেবা, তথ্য অনুসন্ধান সেবা, পুস্তক লেনদেন সেবা, ফটোকপি সেবা, উপদেশমূলক সেবা, পুরাতন পত্রিকা সেবা, বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা হয়। এছাড়া বেসরকারি গণগ্রন্থাগারসমূহকে তালিকাভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন প্রদান করা হয়।

তিন হাজার ৮২৫ বর্গফুট আয়তন বিশিষ্ট ভবনে একটি পাঠকক্ষে বিভিন্ন বয়সী পাঠকের মধ্যে শিশু বিভাগ নামে এই লাইব্রেরিতে শিশুদের জন্য বিশেষ একটি শিশু কর্ণার রয়েছে। যেখানে রয়েছে শিশুতোষ বইয়ের সমৃদ্ধ সংগ্রহ।

মো. শফিকুল ইসলাম আরো জানান, ঝালকাঠি সরকারি গণগ্রন্থাগারে লাইব্রেরিয়ান, জুনিয়র লাইব্রেরিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, বুক মাস্টার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ থাকলে জনবল রয়েছে সহকারী লাইব্রেরিয়ান ও অফিস সহায়ক পদে। পরিচ্ছন্নতার জন্য অনিয়মিত একজন মহিলা শ্রমিক দিয়ে দৈনিক বেতনের হিসেবে কাজ করানো হয়।

আতিকুর রহমান/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।