ধুনট পৌর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

বগুড়ার ধুনট পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের প্রস্তাবিত কমিটি বাতিল করা হয়েছে। পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করায় কমিটিগুলো বাতিল করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) পৌর বিএনপির আহ্বায়ক হায়দার আলী মণ্ডল ও যুগ্ম-আহ্বায়ক ছনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় ধাপে ধুনট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৩০ জানুয়ারি। ওই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলিমুদ্দিন হারুন মণ্ডল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা আলিমুদ্দিন হারুন মণ্ডলের বিরোধিতা করেন। এ কারণে নির্বাচনে আলিমুদ্দিন পরাজিত হন।

একই অভিযোগে ১ জানুয়ারি পৌর বিএনপির সাত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-ধুনট পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সাত্তার, হুমায়ন কবির জুড়ান, ওসমান আলী, শাহাদৎ হোসেন মিলু, জাহাঙ্গীর আলম, প্রতেন চন্দ্র ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

ধুনট পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। প্রায় ছয় মাস আগে বিএনপি ৯টি ওয়ার্ডে ৭১ সদস্যবিশিষ্ট ৯টি আহ্বায়ক কমিটি গঠন করে। এই কমিটিগুলো অনুমোদনের জন্য জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়।

এ বিষয়ে ধুনট পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছানোয়ার হোসেন বলেন, ‘পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে কাজ না করায় ওয়ার্ড পর্যায়ের ৯টি কমিটি বাতিল করা হয়েছে। সংগঠনের কার্জক্রম গতিশীল করার জন্য অল্প দিনের মধ্যে ৯টি ওয়ার্ডে নতুন করে কমিটি গঠন করা হবে।’

এসআর/এএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।