মাদরাসা শিক্ষককে হত্যা, বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

জমিজমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মন্নান মুজাহিদ (৫৮) পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলীম মাদরাসার শিক্ষক ছিলেন।

খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনায় জড়িত একই বাড়ির কিতাব আলী ও তার ছেলে লিটনকে আটক করেছে।

মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, সকালে মন্নান তার বাড়িতে প্রবেশের জন্য রাস্তা নির্মাণ করছিলেন। এ সময় প্রতিপক্ষ একই বাড়ির কিতাব আলী গং রাস্তা নির্মাণে বাধা দেন।

এক পর্যায়ে কিতাব আলী ও তার ছেলে লিটনসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মন্নানকে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে নেয়ার পথে মন্নানের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কিতাব আলী (৫৭) ও তার ছেলে লিটনকে আটক করেছে।

এফএ/এএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।