তলা ফেটে পানি উঠছিল ফেরিতে, অল্পতে রক্ষা পেল ৩ শতাধিক যাত্রী
পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অল্পের জন্য রক্ষা পেয়েছে তিন শতাধিক যাত্রী। ফেরি ‘গোলাম মাওলা’র তলা ফেটে ডোবার উপক্রম হলেও অল্পের জন্য রক্ষা পায় ফেরিটি।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ৩৫টি যানবাহন ও ৩ শতাধিক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে আসার পথে হাজরা চ্যানেলের মাগুরখণ্ড স্থানে এ দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটি।
এ সময় ফেরির অভ্যন্তরে পানি ঢুকে ফেরিটি একপাশ কাত হয়ে যায়। তবে কোনোরকমে ফেরিটি চালিয়ে প্রায় ঘণ্টা খানেক পর বিকেল ৫টায় মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে পৌঁছায় ফেরিটি।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কবলে পরা ফেরিটিতে ৩টি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ২৯টি ছোট ও মাঝারী আকারের যানবাহনসহ মোট ৩৫টি গাড়ি ও ৩ শতাধিক যাত্রী ছিল। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘাটে পৌঁছানোর পর যাত্রী ও যানবাহন অক্ষতভাবে নামিয়ে দেওয়া হয়েছে। ফেরির ফাটলের স্থানটি পরীক্ষার জন্য ডুবুরি টিম আনা হচ্ছে।
এফএ/এমএস