ডুপ্লিকেট চাবি দিয়ে সিন্দুকের ১০০ ভরি স্বর্ণ চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে ড্রিমল্যান্ড মার্কেটের নীচ তলায় রুপালি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে দুর্বৃত্তরা ডুপ্লিকেট চাবি দিয়ে সিন্দুক খুলে প্রায় একশ ভরি স্বর্ণ নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

খবর পেয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

দোকান মালিকের ছেলে শোভন দাস জানান, দুর্বৃত্তরা দোকানের সিসি ক্যামেরার ক্যাবল কেটে ক্যামেরা ভেঙেও ফেলে। পরে চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণালঙ্কার নিয়েছে। কিন্তু এই সিন্দুকের চাবি তার কাছে ছাড়া আর কারও কাছে ছিল না বলে তিনি জানান।

তিনি আরও জানান, দোকানে আরও চারজন কারিগর রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ আনুসাঙ্গিক তদন্ত করে চোরদের ধরা সম্ভব হবে।

শওকত আলী বাবু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।