ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে মহরমি আক্তার মায়া (১১) ও তার ছোট বোন মারিয়া (৩) নামে দুই শিশু আহত হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা-বিদিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মায়ার মুখ পুরোপুরি ঝলসে গেছে।

আহত শিশুরা একই এলাকার আশরাফুল হকের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, আহত মায়া ও মারিয়া সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় পরিত্যক্ত জায়গায় একটি কৌটা দেখতে পেয়ে সেটি বল ভেবে খেলতে শুরু করে। এ সময় তা বিস্ফোরণ হলে মায়ার মুখ পুরোপুরি ঝলসে যায় এবং তার ছোট বোন মারিয়া সামান্য আহত হয়।

গুরুতর আহত মায়াকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার ছোট বোন মারিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহা. আব্দুল্লাহ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।