নোয়াখালীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৭ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের ( সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির রায় ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের পাশাপাশি তারা ও মাঠে থাকবে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি দায়িত্ব পালন করবে। এর আগেও জেলায় বিভিন্ন সময়ে বিজিবি মোতায়েন করা হয়েছিল বলেও জানান তিনি।

মিজানুর রহমান/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।